শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ব্রিটেনের ওই তেল ট্যাংকার আটক করে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটেনের ওই তেলবাহী ট্যাংকারটি আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান। জাহাজটি সৌদি আরবের দিকে যাচ্ছিল। বিষয়টি নিয়ে এরইমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। এদিকে, আটক ট্যাংকারটি ছেড়ে না দিলে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাজ্য।