আমাদেরবাংলাদেশ ডেস্ক।। হল ও ক্যাম্পাস খোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ির সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার ১১টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল ভিসির বাসবভনের গেটে গিয়ে অবস্থান নেয়। দুপুর ১২টায় তারা তাদের কর্মসূচি স্থগিত করেন।
এসময় শিক্ষার্থীরা ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামীকাল বেলা ১১টার মধ্যে হল খোলা না হলে, প্রশাসনের দরকার নেই। আমরাই আমাদের সিদ্ধান্ত নেব। প্রশাসন হল না খুললে আমাদের হল আমরাই খুলব।”
তারা আরো বলেন, “সবকিছু স্বাভাবিক চলছে তাহলে ক্যাম্পাস বন্ধ কেন! শিক্ষা নিয়ে রাজনীতি চলতে পারে না। দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিরাগতদের হামলার শিকার হয়েছে। এর দায় প্রশাসনকে নিতে হবে।”
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন৷ পরে সেখান থেকে মিছিল নিয়ে ভিসির বাসভবনের গেটে অবস্থান নেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।