খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। শিক্ষার্থীরা জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে বাড়ি চলে যাচ্ছেন তারা।বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেন। কুয়েটের এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাতুল দাস বলেন, “ইতোমধ্যে অনেক শিক্ষার্থী হল থেকে বের হয়ে গেছেন। বাকিরাও হয়তো হল ত্যাগ করবেন। তবে আন্দোলন অব্যহত থাকবে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা ভিসি, প্রো-ভিসি’র অপসারণসহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এমতাবস্থায় গতকাল মঙ্গলবার ভিসির বাসভবনে বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম (জরুরি) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্বিক নিরাপত্তার কারণে বুধবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।কুয়েট প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা প্রশাসনের সিদ্ধান্ত না মেনে হলে অবস্থান করার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে, অপ্রীতিকার ঘটনা এড়াতে বুধবার সকাল থেকে কুয়েটের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম