লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটর হাতীবান্ধা উপজেলায় শক্রুতার কারনে এক নারীর কাঁচা ধান ক্ষেত কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লােকজন।
শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজলার মধ্য গড্ডিমারী গ্রামে। জমিদাতা রোজিনা বেগম এ ঘটনায় শফিয়ার রহমানসহ ১৬ জনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় একটি অভিযােগ দায়ের করেছেন।
সরজমিনে ও স্থানীয় লােকজনের সঙ্গে কথা বলে জানা গেছেে, উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী রোজিনা বেগেম দীর্ঘদিন ধরে ২৭ শতাংশ জমি ভােগ দখল করে আসছে। যার
জেএলনং-৮, খতিয়ান নং- ১১১, ২১২, দাগ নং-৭৮৩৫, ৭৮৩৪, ৭৮৩৬ ও ৭৮৪১, জমির পরিমান ২৭ শতক। উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের আব্দুস ছামাদের পুত্র রেজাউল করিম বলেন, দীর্ঘদিন থেকে ওই জমি রোজিনা বেগম ভােগ দখল করে আসছেন। কিন্তু শুক্রবার ওই মহিলার জমির ধান না পাকতে কেটে নিয়ে গেলেন সফিয়ার রহমানসহ তার লােকজন। কেরামত আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রোজিনা বেগমের জমির ধান সফিয়ার রহমানের লােকজন না পাকার আগেই কেটে নিয়ে তাদের উঠানে মজুত করে রেখেছেন।
পরে জানতে পারলাম ওই জমি নিয়ে মামলা চলছে। অভিযুক্ত সফিয়ার রহমানের সঙ্গে কথা বলতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। বাড়িতে মহিলা লােকজন থাকলেও তারা মুখ খুলছেন না।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন,ধান পাকার আগে জমি থেকে ধান কেটে সফিয়ার রহমানরা অন্যায় করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম