আমাদেরবাংলাদেশ ডেস্ক: জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারীকে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে আটক করেছে দুদক। এসময় এক লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়।বুধবার (১৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুদকের টাঙ্গাইলের উপপরিচালক জানান, নার্সদের অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে হাসপাতালে অভিযান চালানো হয়।
এসময় ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয় হাসপাতালের অফিস সহকারী কাজী গোলাম মোস্তফাকে। এবং তার শরীরে ও কক্ষের আলমারিতে তল্লাশি চালিয়ে এক লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। পরে গোলাম মোস্তফার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করে দুদক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম