আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি রাব্বিকে বাসাবোর কদমতলী এলাকা থেকে আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ড থেকে পালিয়ে যায় রাব্বি। পরে রাত ১১ টার দিকে রাজধানীর বাসাবো এলাকার পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী রমজানের বোনের বাসা থেকে তাকে আটক করা হয়।
সবুজবাগ থানা পুলিশ জানায়, হাসপাতাল থেকে পালানোর পর হ্যান্ডকাফের তালা ভাঙার জন্য রাব্বীর বন্ধুদের সাথে যোগাযোগ করছিল সে। তালার মিস্ত্রী খুঁজতে এসে তারা পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে রাব্বীর অবস্থান নিশ্চিত হয় পুলিশ।
সবুজবাগ থানা এলাকায় মারামারির এক ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন রাব্বী। মারামারিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আমাদেরবাংলাদেশ/রিফাত