কেশবপুর প্রতিনিধি।।কেশবপুর উপজেলার হাসান পুর ইউনিয়নে। হাসানপুর যুব সংগের উদ্যোগে ১৬ দলীয় মিনি ডে-নাইট ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত। ২৯ ইং রবিবার সন্ধ্যা ৭ টায় হাসানপুর দাখিল মাদ্রাসা মাঠে খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং হাসানপুর ইউনিয়ানের সুযোগ্য চেয়ারম্যান ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা প্রভাষক জুলমাত আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান মিলন,আরো উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান (মাষ্টার),মোঃ কাকর (মাষ্টার),মোঃ আসাদুজ্জামান আসাদ,শ্রী গোবিন্দ মাস্টার সহ যুব সংঘের কমিটির সকল সদস্য সহ প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম