হায় রে নারী পরী: মাহমুদুল হাসান
সে নাকি সুন্দরী
দেখতে ঠিক এক পরী
অঙ্গখানা রঙ্গেভরা
রূপের এক অপ্সরী!
কুপথে সে কামিয়েছে
মেলা অর্থকড়ি।
হায় রে নারী পরী!
লাজে সবাই মরি!
কুকর্মতে ভরা তোর সে
ডুবলো আজি তরী
বাড়লি রে তুই এই সমাজের
ঘাড়ের ওপর চড়ি।
আ/বাং/রা
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম