অনলাইন ডেস্ক: লেবানন থেকে উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬১ জন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।খবরে বলা হয়েছে, হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরাইলি সেনা ঘাঁটিতে এই হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার সেনা নিহত ও ৬১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত সেনার অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গত ১০ অক্টোবর দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়লি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। মূলত তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম