হেরে গেছি সততার কাছে,
হেরে গেছি মানবতার কাছে,
হেরে গেছি ভদ্রতার কাছে,
হেরে গেছি মায়ের আর্দশ সন্তান হয়ে,
হেরে গেছি শিক্ষকদের আর্দশ শিক্ষায়,
হেরে গেছি অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদ করায়,
হেরে গেছি দূর্বলতার সুযোগ দিয়ে,
হেরে গেছি নিজের চেয়েও অন্যকে মূল্য দিয়ে,
হেরে গেছি সবার অনুরোধ রাখতে গিয়ে,
হেরে গেছি সম্মান দেখিয়ে,
হেরে গেছি কারো মন খারাফ হবে বলে,
হেরে গেছি আমি জিতে গেছে সবাই।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম