আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পরলোকগমন করলেন বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ কোবি ব্রায়ান্ট। রবিবার ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকালে মারাত্মক এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান এই সুপারস্টার।
এনবিএর লেজেন্ড গতকাল হেলিকপ্টারে করে চারজন সহযাত্রীর সাথে যাত্রা করছিলেন। পথিমধ্যে লস এঞ্জেলেস থেকে ৪০ মাইল উত্তর পশ্চিমে বিধ্বস্ত হয় তাকে বহনকারী প্রাইভেট হেলিকপ্টারটি।
ব্রায়ান্টের মেয়ে জিয়ান্নাও তার বাবার সাথে একই হেলিকপ্টারে থাকায় একই পরিণতি হয়েছে তারও।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সর্বমোট ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
বাস্কেটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে ধরা হয়ে থাকে এই ব্রায়ান্টকে। খেলোয়াড়ি জীবনে তিনি সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছেন লস এঞ্জেলেস লেকার্সের হয়ে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম