নিউজ ডেস্ক:
হ্যাকারের কবলে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। এ মাসের শুরুর দিকে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে নিশ্চিত করা হয়েছে।
সুরক্ষিত যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপের কিছু ত্রুটির কারণে হ্যাকাররা বিভিন্ন ডিভাইস ও নজরদারি সফটওয়্যার ব্যবহারকারীদের ফোনে ইনস্টল করতে সক্ষম হয়।
তবে, হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কিছুসংখ্যক ব্যবহারকারীকে লক্ষ্য করে ওই অ্যাকাউন্টগুলোতে সাইবার হামলা চালানো হয়েছিল। তারা এ ত্রুটি গত শুক্রবার সমাধান করেছেন। সেইসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সোমবার ব্যবহারকারীদের অ্যাপটি আপডেট করার আহ্বান জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম