আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নিয়ম-বর্হিভুত নকশায় ভবন নির্মানের জন্য জরিমানা করা হয়ে চলচ্চিত্র কিংবদন্তি শাকিব খানকে।
সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের একটি ভ্রাম্যমাণ আদালত নিকেতনে ওই ভবনটিকে জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।
রাজউক জানায়, রাজধানীর নিকেতনে রাজউকের অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণের দায়ে মালিক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রাজউকের জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। তিনি বলেন, 'এসময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।'
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম