সঞ্জয় কুমার কর্মকার যশোর ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। সোমবার রাতে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে এই কর্মসূচি পালন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা,জেলা যুব মহিলা লীগ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আবুল হোসেন খান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার কার্যকরী সভাপতি রবি সিদ্দিকী,সাধারণ সম্পাদক মীর আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলী,সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও রাসেল রানা,নৃত্য বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম রুকি, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব,তথ্য ও গ্রন্থগার সম্পাদক মঈন উদ্দিন,সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটো, শহর কমিটির সাধারণ সম্পাদক সোহাগ বিশ্বাস ও হৈবতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো।
একইস্থানে মোমবাতি প্রজ্বালন করেন জেলা যুব মহিলা লীগের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার,সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী,সহসভাপতি রিনি খান,প্রভাষক নাসিমা খাতুন,হাসিনা খাতুন ও নাজমা আক্তার, দপ্তর সম্পাদক শাহিনা আক্তার,সাংগঠনিক সম্পাদক শাহানাজ পারভীন ও সাংস্কৃতিক সম্পাদক লিমা সরকার,সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার ও যুগ্ম আহ্বায়ক রেখা খাতুন।
অপরদিকে,একই কর্মসূচি পালন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা যোসেফ সুধীন মন্ডল, সভাপতি সন্তোষ কুমার দত্ত,সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল,তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ দাস,সদর উপজেলা কমিটি সভাপতি তিমির ঘোষ জয় প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম