১৫ আগস্ট উপলক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করলেন: এমপি জ্যাকব
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৫ আগস্ট, ২০২১
-
৬৩
বার দেখা হয়েছে

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষ্যে করোনাকালে দরিদ্র অসহায় ও মুমুর্ষ রোগীদের জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেন।
শনিবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এমপি জ্যাকবের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাকের হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ¯েøামিটারসহ মাস্ক তুলে দেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। অনুষ্ঠানে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভার্চূয়ালী যুক্ত হয়ে বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে আক্রান্ত মুমুর্ষ রোগীদের জন্য জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙ্গালী জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম করেছেন। তাঁর আদর্শকে ধারন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পুরনের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ করোনা মহামারির সময়ে বাংলাদেশ সরকার স্বাস্থ্য সেবাসহ দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি,সহ-সভাপতি কয়সর আহামেদ দুলাল ও পৌর মেয়র মোরশেদ,সাবে মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ,ইউপি চেযারম্যান মো.হোসেন,প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ হাসেম মহাজন, সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
Please Share This Post in Your Social Media