ঢাকা।। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের শক্তিশালী নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এরই মধ্যে বিশ্বের ১৭টি দেশ ও অঞ্চলে পৌঁছে গেছে। আফ্রিকা অঞ্চলের দেশটি থেকে আসা দর্শনার্থীদের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে জার্মানি এবং কানাডায় প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর ফলে নতুন প্রজাতির এই ধরনের বিস্তার রোধের প্রচেষ্টা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন মহামারি বিশেষজ্ঞরা।
ইসরায়েল এখন পর্যন্ত ভয়ঙ্কর এই ভ্যারিয়েন্টে একজনের সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। আফ্রিকার দেশ মালাবি থেকে তেলআবিবে আসা এক যাত্রীর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমনকি ইউরোপের দেশ ইতালিতেও এই ভ্যারিয়েন্টে প্রথম একজনকে শনাক্ত করা হয়েছে। যদিও পরীক্ষায় ওমিক্রন শনাক্ত হওয়ার আগে ওই ব্যক্তি দেশজুড়ে কয়েক দিন যাবত ঘুরেছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
করোনার নতুন এই প্রজাতির বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীরা রীতিমতো প্রতিযোগিতা করছেন। এরই মধ্যে বিশ্বের অনেক দেশের সরকার দক্ষিণ আফ্রিকা এবং এর আশপাশের দেশগুলোর দর্শনার্থীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমিক্রন করোনা ভাইরাসের বিদ্যমান ভ্যাকসিনের সুরক্ষাকে ফাঁকি দিতে পারে অথবা নতুন করে সংক্রমণের ঢেউ শুরু করতে পারে আশঙ্কায় অনেক দেশ নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
যেসব দেশে পৌঁছেছে ওমিক্রন
• দক্ষিণ আফ্রিকা : দক্ষিণ আফ্রিকায় গত বুধবার (২৪ নভেম্বর) প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। চলতি সপ্তাহে অন্তত এক হাজার ১০০ জন করোনা পজিটিভ রোগীর নমুনা পরীক্ষায় ৯০ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। দেশটির প্রায় সব প্রদেশেই এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে।
• বোতসোয়ানা : আফ্রিকার এই দেশটিতে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• যুক্তরাজ্য : এখন পর্যন্ত তিনজনের ওমিক্রন নিশ্চিত হয়েছে যুক্তরাজ্য। যাদের সবার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সম্পর্ক আছে।
• জার্মানি : দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• নেদারল্যান্ডস : দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ১৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।
• বেলজিয়াম : দেশটিতে একজনের ওমিক্রন ধরা পড়েছে।
• ডেনমার্ক : দক্ষিণ আফ্রিকা থেকে আগত দুজনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।
• ইসরায়েল : ২৭ নভেম্বর পর্যন্ত দেশটিতে একজনের ওমিক্রন নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অপর একজনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে।
• ইতালি : দেশটিতে একজনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে। পরীক্ষায় ধরা পড়ার আগে তিনি দেশজুড়ে ঘুরে বেরিয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
• চেক প্রজাতন্ত্র : স্থানীয় গণমাধ্যমে একজনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য জানানো হয়েছে।
• হংকং : ওমিক্রন আক্রান্ত দু’জনকে হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
• অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। দুজনই দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন।
• কানাডা : সম্প্রতি নাইজেরিয়া ফেরত দুজনের এই ধরন শনাক্ত হয়েছে।
• অস্ট্রিয়া : দেশটির টাইরোলে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আরও ৩০ জনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
• সুইজারল্যান্ড : প্রায় এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের ওমিক্রন ধরা পড়েছে।
• ফ্রান্স : আটজনকে এই ধরনের আক্রান্ত হিসেবে সন্দে করা হচ্ছে।
• পর্তুগাল : ১৩ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের শক্তিশালী প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে। সূত্র: এএফপি
আমাদেরবাংলাদেশ.কম
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম