ঢাকা।। দেশে প্রথমবারের মতো একযোগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। রোববার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা নেয়া হয়।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষে দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জনকে ভর্তি পরীক্ষার জন্য বাছাই করা হয়, যার মধ্যে বিজ্ঞান শাখা ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু এক লাখ ৩১ হাজার ৯০১ জন।
মানবিকের ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
তিন ইউনিট মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা ২২ হাজার ১৩টি। সে হিসাবে গড়ে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১ জন পরীক্ষার্থী।
আগামী ২৪ অক্টোবর ‘বি’ ও ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।