প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০১৯, ৯:৫২ পূর্বাহ্ণ
২৩ নভেম্বর থেকে জবিতে শুরু হতে যাচ্ছে UV-VIS & IR শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম

জবি প্রতিনিধি।। Network of Instrument Technical Personnel and User Scientists of Bangladesh (NITUB) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে আগামী ২৩-২৮ নভেম্বর-২০১৯ ‘The use, maintenance and trouble-shooting of Ultra-Violet, Visible and Infrared Spectrophotometer (UV-VIS & IR)’ শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হবে। উক্ত ট্রেনিং প্রোগ্রামটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হবে।
ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত থাকবেন জবির রসায়ন বিভাগের মাননীয় চেয়ারম্যান উক্ত অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দ আলম। সদস্য হিসেবে উপস্থিত থাকবেন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক প্রফেসর ড. মোঃ শাহজাহান ও সহযোগী অধ্যাপক ড. সুব্রত চন্দ্র রায় এবং সদস্য সম্পাদক হিসেবে থাকবেন NITUB এর যন্ত্র প্রকৌশলী মোঃ আবুল কালাম চৌধুরী।
ওয়েবসাইট :- NITUB 👉🏾http://www.nitub.org/index.html
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম