ইমরান হোসেন, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে দীর্ঘদিন ধরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। যার কোনো কার্যকরী পদক্ষেপের দেখা মেলেনি কখনো। বর্তমানে বিষয়টি যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামের কাছেও জানান এলাকাবাসী।
গত শনিবার সকালে তিনি উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ায় অবস্থিত আর্ট ব্যান্ড সুইস গেট এলাকা পরিদর্শন করে এলাকাবাসীকে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবদহ সংলগ্ন শ্রী হরি নদী পলিতে ভরাট হওয়ায় বিল খুকশিয়ার ডায়ের খাল দিয়ে সুষ্ঠভাবে পানি প্রবাহিত হতে পারে না। যে কারণে বেশিরভাগে এলাকাটি জলাবদ্ধ থাকে। এর ফলে ওই এলাকার কৃষকদের বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
সময়মতো বিলের পানি নিষ্কাশিত না হওয়ায় এবারও বোরো আবাদ নিয়ে কৃষকদের ভেতর দেখা দিয়েছে সংশয়। বিলের চারপাশের প্রায় ১৫ হাজার কৃষক পরিবার বেঁচে থাকার জন্য এবং গো খাদ্যের জোগান মেটাতে বছরের একমাত্র ফসল বোরো ধানের আবাদ করে থাকেন।
ওই সব বিলে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি করায় ও নদী পলিতে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে পড়েছে ।
জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধনও করেছে এলাকার মানুষ । তবে এ বিষয়ে কখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবর আলী গোলদার বলেন, “কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলে অবস্থিত ২৭টি বিল । ওই সমস্ত বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে । বিলে ধানী জমির পরিমাণ ৮ হাজার হেক্টর। প্রায় দুই যুগ ধরে এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় গত বছর ২৭ বিলে প্রায় ৫০ ভাগ এলাকায় বোরো আবাদ হয়নি।
ভবদহ এলাকার ২৭ বিলের পানি বিল খুকশিয়ার আট ব্যান্ড সুইস গেট দিয়ে নিষ্কাশিত হতে না পারায় এবারও ওই এলাকার ৬০ ভাগ জমিতে বোরো আবাদ না হওয়ার আশংকাই বেশি। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলজ, বনজ ও সবজি ক্ষেত। ফলে মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, গো খাদ্য ও সামাজিক কর্মকান্ডের উপর বিরূপ প্রভাব পড়ছে।”
তিনি কেশবপুরের বিলখুকশিয়ার ডায়েরখালি খালের আর্ট ব্যান্ড সুইস গেট সংলগ্ন শ্রীহরি নদী জরুরি ভিত্তিতে খনন, পানি নিষ্কাশনে সকল খালের বাধাসমূহ অপসরণ, শ্রীহরি নদীর অববাহিকায় যে কোনো একটা বিলে জোয়ারাধার (টিআরএম) চালুর দাবি জানান ।
এ ব্যাপারে যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শনিবার সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ায় অবস্থিত আর্ট ব্যান্ড সুইস গেট এলাকা পরিদর্শন করেছি। ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম