আমাদেরবাংলাদেশ ডেস্ক।।আবারো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার জুনিয়র। গেল রবিবার মার্সেইয়ের বিপক্ষে ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে চড় মেরে লালা কার্ড দেখেন নেইমার।শুধু নেইমার নয় সেই ম্যাচে লালা কার্ড পাওয়া বাকি চার ফুটবলারকেও শাস্তি দিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ।
শাস্তি যে পাবেন তা জানাই ছিল। তবে কয় ম্যাচের ওপর দিয়ে ফারা যাবে সেটাই ছিলো প্রশ্ন। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়েছে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার।তবে মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে নেইমারের আনা বর্ণবাদের অভিযোগ তদন্ত করবে লিগ দে ফুটবল প্রফেশনাল।
লিগ ওয়ানে গত রোববার রাতে পিএসজি-মার্শেই ম্যাচে নেইমারের সাথে ঝগড়ায় জড়ান আলভারো। তাঁর মাথার পেছনে চড় মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।ম্যাচ শেষে নেইমার দাবি করেন মাঠে আলভারো তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন। পরে টুইটে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ভিএআরের সাহায্যে লালা কার্ড দেখানো হয় নেইমারকে। পিএসজি তারোকার অভিযোগ তাকে বানর বলে গালি দিয়েছেন আলভারো। সেই ছবিও দেখতে চেয়েছেন তিনি। তাকে শাস্তি দেওয়া হলেও কেনো আলভারোকে শাস্তি দেওয়া হলো না সেটারও জবাব চেয়েছেন নেইমার।
ফুটবল মাঠে রেসলিং খেলে লাল কার্ড দেখেছিলেন পাঁচজন। সবাইকে শাস্তি দিয়েছে এলএফপি। ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ফ্রেঞ্চ লেফট ব্যাক লেভিন কুরজাওয়া। আমাভি ৩, পারেদেস ২ আর বেনেদেত্তোকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। আর পিএসজি উইঙ্গার আনহেল ডি মারিয়াকে ডেকেছে লিগের শৃঙ্খলা কমিটি।
ডি মারিয়ার বিপক্ষে অভিযোগ তিনি মাঠে আলভারো গঞ্জালেজকে থুতু মেরেছেন।২৭ সেপ্টেম্বর রেঁসের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন নেইমার। ২০১৭ সালে দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর থেকেই নানা ঝামেলায় জড়িয়ে পড়ছেন নেইমার।
গত বছর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর অফিশিয়ালের সাথে বাজে ব্যবহার করে ২ ম্যাচ নিষিদ্ধ ছিলেন এ ব্রাজিলিয়ান তারকা। এর কয়েক মাস পর রেঁনে সমর্থকদের গালি দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন ৩ ম্যাচ।এ ছাড়া ২০১৭ সালে মার্শেইয়ের বিপক্ষেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন পিএসজি তারকা।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম