আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জনগণের বন্ধু হয়ে বাংলাদেশ পুলিশ সময়ের সাথে সাথে সারাদেশে করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছে। কারন পুলিশ সদস্যদের কাজের পরিবেশটাই ঝুঁকিপূর্ণ। জনগণের খুব কাছে থেকে পুলিশকে কাজ করতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে সবাই যখন নিজের নিরাপত্তা নিয়ে খুবই সচেতন তখন বাংলাদেশ পুলিশ তাদের সক্ষমতার দিকে তাকিয়ে না থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনবরত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। মানবিকতার উৎকর্ষ বৃদ্ধি করছে নানা মাত্রায়।
করোনা মোকাবেলায় দিনরাত পরিশ্রম করছেন তাদের মনোবল বৃদ্ধি ও সাহস যোগাতে দেশের সকল স্তরের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে উৎসাহ যোগাচ্ছেন। তেমনিভাবে পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও উৎসাহ সৃষ্টি করতে ৩০ তম বিসিএস ফোরামের পক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে "সুরক্ষা সামগ্রী" হস্তান্তর করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার,জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার রংপুর।
ডেডিকেটেড করোনা হাসপাতাল রংপুর এর পক্ষে শুভেচ্ছা উপহার গ্রহণ করেন ডাঃ মোঃ নুরনবী, তত্ত্বাবধায়ক, ডেডিকেটেড করোনা হাসপাতাল রংপুর। বিশেষ করে ৩০ তম বিসিএস এর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রংপুর এর করোনা মহামারী মোকাবেলায় পুলিশ সদস্যদের অনন্য ভূমিকার বিষয়ে তুলে ধরেন। যে কোন পরামর্শ, সহযোগিতা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির ব্যাপারে "৩০ তম বিসিএস" সর্বদা পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডেডিকেটেড করোনা হাসপাতালে "সুরক্ষা সামগ্রী" শুভেচ্ছা উপহারের ভাবনা ও উদ্যোগ পুলিশের প্রতি ভালোবাসা, উৎসাহ ও মনোবল বৃদ্ধির নিয়ামক মাত্র কিন্তু সম্মুখযোদ্ধাদের প্রতি আমাদের সুগভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে ৩০ তম বিসিএস সবসময় আমারা পাশে থেকে সাহস যোগাতে চাই। দেশের এই প্রেক্ষাপটে ও করোনা মহামারী মোকাবেলায়, দেশ ও মানুষের কল্যাণে অপ্রতিরোধ্য গতিতে ৩০ তম বিসিএস এর সাথে কিছু উদ্যমী বন্ধুদের প্লাটফর্ম " ডায়নামিক-৩০" এবং ৩০ তম বিসিএস বিভিন্ন ক্যাডারের বন্ধুগণ আমাদের সাথে থেকে সাহস ও শক্তি যোগাচ্ছেন এবং জনকল্যাণে তাদের সম্পৃক্ততা আমাদেরকে বড় পরিসরে কাজ করবার উৎসাহ যোগাচ্ছে। সবার জন্য শুভ কামনা রইলো।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম