আবা ডেস্ক: মাত্র ২৩৯ রানের লক্ষ্য ভারতের। তাতেই ধুকছে ভারত। ব্যাটিংতে নেমে দলীয় ৫ রানে হারিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি আর লোকেশ রহুলের উইকেট! টানা তিন টপ অর্ডারের বিদায় সমান ১ রান করেই।
ইনিংসের দ্বিতীয় ওভারের ৩ বলের মাথায় ক্যাট হ্যানরির বলে ক্যাচ দিয়ে বিদায় নেন শর্মা। এর পরের ওভারের চতুর্থ বলে বিরাট কোহলি ফেরেন ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।
দলীয় ৫ রানেই নেই দুই উইকেট। এম অবস্থায় ওপেনার লোকেশ রাহুলও বিদায় নেন হ্যানরির বলে ক্যাচ দিয়ে। দলীয় ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।
বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে গতকাল ৪৬ ওভার ১ বলের সময় ২১১ রানে খেলা বন্ধ হয়ে যায়। ওল্ড ট্রাফোর্ডে টস জয়ী নিউজিল্যান্ড ব্যাটিং নিলেও শুরুটা এতই মন্থর হয় যে, প্রথম ১০ ওভারে রান আসে মাত্র ২৭। ইনিংসের ৩ ওভার ৩ বলের সময় দলীয় ১ রানে সাজঘরে ফেরেন মার্টিন গাফটিল।
এর পর দলীয় ৬৯ রানের মাথায় আরেক উদ্বোধনী হ্যানরি নিকোলসের (২৮) উইকেট হারায় কিউইরা। দ্বিতীয় উইকেট জুটিতে নিকোলস আর কেন উইলিয়ামসন যোগ করেন ৬৮ রান।
তৃতীয় উইকেট জুটিতে রস টেলর আর উইলিয়ামসন প্রতিরোধ গড়লেও এগুতে পারেননি জাসপ্রিত ভুমরাহ, রবীন্দ্র জাদেযাদের বোলিং তোপে।
ব্যক্তিগত ৬৭ রানের মাথায় যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ দিয়ে ফেরেন কিউই অধিনায়ক। এরপর বাকি ব্যাটসম্যানদের ছয় ব্যাটসম্যানের কেউই পার করতে পারেননি কুড়ি রানের কোটা। এর মাঝে রস টেলর তুলে নেন অর্ধশতক।
রিজার্ভ-ডের সকালে ব্যাট করতে নেমে ৪৭ ওভারের শেষ বলে ৭৪ রান করেন ফেরেন টেলরও।
টেলরের বিদায়ের পর কিউইদের ইনিংস আর বেশিদূর গড়ায়নি। থেমে যেতে হয়েছে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রানেই। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার নেন ৩টি উইকেট, এছাড়া ১টি করে উইকেট নেন ভুমরাহ, হার্দিক পান্ডিয়া, যাদেজা ও চাহাল।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম