আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নিজেদের মাঠে বিশ্বকাপ জেতার আনন্দটাই আলাদা। ২৮ বছর পর বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত এই দিনে (২ এপ্রিল)। ২০১১ বিশ্বকাপে ভারত ওপেনার গৌতম গম্ভীরের ১২২ বলে ৯চার এ ৯১ রানের ইনিংসে শ্রীলংকার স্কোর ২৭৪/৬ চেজ করে ৬ উইকেটে জিতে দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের উৎসব করে ভারত। ৯ বছর আগে মুম্বাইয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের সেই স্মরনীয় দিনটি এবার উদযাপন করেছেন গৌতম গম্ভীর অন্যভাবে।রাজধানী দিল্লীর সংসদ সদস্য বলে মান মানবতার ডাকে দিয়েছেন এমনিতেই সাড়া।
করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমনে দিল্লীর সরকারী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি কিনতে মাত্র ক’দিন আগে ৫০ লাখ রূপী দিয়েছেন গৌতম গম্ভীর।বৃহস্পতিবার ভারতের ক্রিকেট ইতিহাসে ছিল স্মরনীয় দিন। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরেরও ক্যারিয়ারের সবচেয়ে স্মরনীয় দিন ২ এপ্রিল। কোভিড-১৯ এর ব্যাপক বিস্তারে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯৬৫ জন। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।রাজধানী দিল্লীর বাতাস ভারী হয়ে উঠেছে।
করোনা ভাইরাস সংক্রমন মহামারী রূপ নেয়ায় ক্যারিয়ার সেরা দিনে কিছু একটা করবেন বলে মনস্থির করেছেন ভারতের সাবেক এই ওপেনার। এক মাস,দুই মাস নয়, ২ বছরের বেতন প্রধানমন্ত্রীর কেয়ার্স ফান্ডে দিয়েছেন বিজেপির টিকিটে নির্বাচিত গৌতম গম্ভীর। লোকসভা সদস্য হিসেবে যে বেতন পান, আগামী ২ বছর নিবেন না তিনি। বেতনের অঙ্কটা কম নয়। মাসে ২ লাখ ৮৩৩ রূপী। ২ বছরের হিসেবে অঙ্কটা দাঁড়াচ্ছে ভারতীয় মুদ্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯২ রূপী।
বাংলাদেশী মুদ্রায় ৫৩ লাখ ৭৫ হাজার ৬৪ টাকা। এমন কিছু করে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গৌতম গম্ভীর। টুইটারে তিনি লিখেছেন-‘মানুষ জানতে চায়, দেশ তাদের জন্য কী করতে পারে? কিন্তু আসল প্রশ্নটা হলো, আপনি দেশের জন্য কী করতে পারেন? আমি আমার দুই বছরের বেতন প্রধানমন্ত্রীর কেয়ার্স ফান্ডে দিয়ে দিয়েছি। আপনিও এগিয়ে আসুন।