আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনা টেস্টের ফলাফল নির্ভুলভাবে জানা যাবে মাত্র ৯০ মিনিটে। তাও আবার ল্যাবরেটরিতে পরীক্ষা ছাড়াই। এমন দ্রুত পদ্ধতির উদ্ভাবনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা।
গবেষকরা বলছেন, এ র্যাপিড টেস্টের ফলের সঙ্গে ল্যাবরেটরিতে করা পরীক্ষার ফলের ব্যাপক মিল পাওয়া গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এমন একটি খবর প্রকাশ করেছে।ওই খবরে বলা হয়েছে, এই যন্ত্রটি এরই মধ্যে যুক্তরাজ্যের ৮টি এনএইচএস হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ডিএনএনাজ নামের একটি প্রতিষ্ঠানটির এই যন্ত্রটির উন্নয়ন করেছে।
এতে আরও বলা হয়, নাক বা গলা থেকে লালা সংগ্রহ করেই রিপোর্ট দেয় যন্ত্রটি। যন্ত্রটির আকার জুতার বাক্সের সমান।লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় দেখা গেছে, ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল ও নতুন র্যাপিড টেস্টের ফলাফল একই।বিবিসি বলছে, যুক্তরাজ্য ইতিমধ্যে পাঁচ হাজারটি নাজবক্স মেশিন ও ৫৮ লাখ ডিসপোজেবল কার্টিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত