আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ইসরাইল যদি আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালায় তাহলে গাজা থেকে ইসরাইল অভিমুখে ক্ষেপণাস্ত্র-বৃষ্টিবর্ষণ হবে। এমন হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
খান ইউনুস শহরে এক সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার।
তিনি বলেন, যদি পরাজিত ইসরাইলের সেনারা গাজায় প্রবেশ করে তাহলে আমরা তাদের চুরমার করে দেব। আমরা কী বলছি তা জেনেবুঝেই বলছি। যা বলছি তার অর্থ রয়েছে, আমরা কোনো কৌতুক করছি না।
‘ইসরাইল যদি গাজায় হামলা চালায় তাহলে আমরা ইসরাইলের বিভিন্ন শহরে একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব।’
গত বছরের আগস্ট মাসে গাজার দক্ষিণে ইসরাইলি সেনাদের চালানো অভিযান ব্যর্থ করে দেওয়ার প্রশংসা করেন সিনওয়ার।
ওই ঘটনায় হামাসের অন্যতম কমান্ডার আবু সালাহ শাহাদাত বরণ করেন তবে ইসরাইলের তিন কমান্ডো সেনা আহত হয়। পরে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি সেনাভর্তি বাস ধ্বংস হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম