✍"মধ্যবিত্ত"জুয়েল রানা"
মধ্যবিত্ত ছেলে আমি স্বপ্ন ধূ-ধূ চোখে,
নুন আনতে পানতা ফুরাই অপূর্ণতার শোকে।
চেষ্টা করেও ব্যার্থ আমি পাইনা সুখের খোঁজ,
তবু অনেক বড় হবার স্বপ্ন দেখি রোজ।
গাড়ী বাড়ী এসব কেবল স্বপ্নে শোভা পাই,
মধ্যবিত্ত ছেলে আমি কোন সাধ্য নাই।
ইচ্ছা মনে আকাশ সমান,বাস্তবতায় নয়,
মধ্যবিত্ত ছেলে আমি চাইলে কি সব হয়?
কোন ভাবে দিন চলে যায়,সুখ দুঃখের সাথে,
মধ্যবিত্ত ছেলে আমি,কষ্ট কিসের তাতে!
যা কিছু মোর আছে আমি তাতেই খুশি বেশ,
কষ্ট আমার জীবন সঙ্গী হয়না কভু শেষ।
{রচনা কাল:৩১/০৩/২০২২}
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম