আমাদেরবাংলাদেশ ডেস্ক : ইতালির ভেনিস শহরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রবল বন্যায় প্রায় ছয় ফুট পানির নিচে তলিয়ে যাওয়া শহরটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে যাচ্ছে প্রায় ৮০ শতাংশ এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের সব দর্শনীয় স্থান।
এছাড়া, শহরজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। ক্ষতিগ্রস্ত ভেনিস পুনর্গঠনে দুই কোটি ইউরো অনুমোদন দিয়েছে সরকার।
১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতা সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র। সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার বা ৬ ফুট উচ্চতায় উঠেছে।
বন্যার কারণে জনপ্রিয় সেন্ট মার্ক্স স্কয়ারসহ শহরের সব দর্শনীয় স্থান বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় মেয়র লুইজি ব্রুনিয়েরো। জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে এবারের বন্যা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে বলেও জানান তিনি।
বন্যায় এ পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতরা পেলাস্ট্রাইন দ্বীপের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিকে, ক্ষতিগ্রস্ত ভেনিস পুনর্গঠনে দুই কোটি ইউরো অনুমোদন দিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় প্রতি বছরই প্লাবিত হয় ভেনিসের নিচু অঞ্চগুলো।