সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন পণ্য আটক
- প্রকাশের সয়ম :
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
-
৯৫
বার দেখা হয়েছে

তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, বিয়ার এবং মশুর ডাল আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানাযায়, আশাউড়া বিওপির টহল দল ১৮ জানুয়ারি শনিবার বিকাল ৬ টার সময় সীমান্ত মেইন পিলার ১২২০ এর নিকট হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারছড়া ইউনিয়নের নৈংগাং নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৩ হাজার টাকা।
চিনাকান্দি বিওপির অপর একটি টহল দল ১৮ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৮ টার সময় সীমান্ত পিলার ১২১০/১০-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে।
এবং একই বিওপির টহল দল আজ ১৯ জানুয়ারি রবিবার দিবাগত রাত ৩ টার সময় সীমান্ত পিলার ১২১০/৬-এস এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশর অভ্যন্তরে শীলডোয়ার নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ এবং ১২ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৭৩হাজার ৫০০ টাকা।
চিনাকান্দি বিওপির আরও একটি টহল দল ১৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯ টার সময় সীমান্ত পিলার ১২১০/৬-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের ঝিকাতলা নামক স্থান হতে ২৫ কেজি বাংলাদেশী মশুর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ব্যপারে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মোঃ মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং মশুর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
আ/রিফাত/কামাল
Please Share This Post in Your Social Media