আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মাত্র চার হাজার টাকার জন্য প্রোগ্রাম করতে যেতে ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তৃনামূলের সদস্য তাপস পাল। তৃনমূলে যোগদানের পূর্বে তিনি এভাবেই জীবনযাপন করতে বলে জানিয়েছেন ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক গৈাতম ভট্রাচার্য ।
গৌতম লিখেছেন, ‘তখনো রাজনীতিতে পাকাপাকি আসেনি তাপস। তৃণমূলকে সমর্থন শুধু জানিয়ে রেখেছে। প্রবল অর্থসংকট দেখা গিয়েছিল তখন। হঠাৎ করে মুদিয়ালির বাড়ি থেকে কিছুদিনের জন্য উধাও হয়ে গেল। আর রোজ বসে থাকত সাউথ ক্লাবে। কলকাতা টেলিফোনসের কর্তা বিবেক লাহিড়ীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটত। লাহিড়ীদা একদিন বললেন, আপনার বন্ধু কী করছেন শুনুন!’
‘কোনো এজেন্টের সঙ্গে চুক্তিতে সই করেছে ২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়ে ৮৮ হাজার টাকা পাবে!’
তিনি জানান, ঘটনাটি শুনে গৌতম তাপসকে কিছু বলতে চেয়েও পারেননি। অনুষ্ঠান প্রতি মাত্র ৪ হাজার টাকায় তিনি অতিথি হতে পারেন তা ভেবে অবাক হন।
ক্যারিয়ারের একটা পর্যায়ে তাপস পালকে কোনো পরিচালক সিনেমায় অফার করতেন না। এর কারণ হিসেবে ‘ব্যক্তি’ তাপসের আচরণকে দায়ী করেছেন তিনি। কারো সঙ্গে যোগাযোগ রাখতেন না। ফোন করে দুই মিনিট কথা পর্যন্ত বলতেন না।
অর্থাভাব দূর করতে তাপস এক সময় রাজনীতিতে সক্রিয় হন। আর সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। রাগের মাথায় একের পর এক নেতিবাচক মন্তব্য করে শিরোনাম হন। ভুয়া একটি কোম্পানির সঙ্গে জড়িয়ে যায় তার নাম। মমতাকে শায়েস্তা করতে ক্ষমতাসীন বিজেপি তখন তাপসকে টার্গেট করে।
সাংবাদিক গৈাতম আরও জানান, আর্থিক সুবিধা নেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে তাপসকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১ বছর এক মাস জেলে থাকার পর ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি কটকের ঝাড়পদা জেল থেকে মুক্তি পান। বন্দিদশাতেই শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম