বেনাপোল প্রতিনিধি : যশোরে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি কামরুল হাসান জয়কে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) বিকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার জয় কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ভারতে যাওয়ার জন্য সে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেয়। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় সে ধর্ষণ মামলার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন আলম জানান, তার নামে কিশোরগঞ্জের কুলিয়াচর থানায় ধর্ষণ মামলা রয়েছে। ওই থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে তাকে নেওয়ার জন্য।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম