প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২০, ৯:২৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি।। ঠাকুরগাঁও জেলায় গত ১১ জুন বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জন এবং পীরগন্জ উপজেলায় ১ জনসহ মোট ৪ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার।
আক্রান্তদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা গ্রামের গনেশ, পারুয়া গ্রামের কুলসুম ও দুওসুও গ্রামের সোহেল রানা এবং পীরগন্জ উপজেলার ভদ্রপাড়া গ্রামের ৪০ বছর বয়সী এক নারী।
এরা সবাই সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছেন বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৫৫ জন,যাদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মৃত্যু বরণ করেছেন ২ জন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম