আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অফিস থেকে বেরিয়ে এসেছে রিয়া চক্রবর্তী। ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস থেকে বের হন রিয়া।
সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ মুম্বাইয়ের ইডির অফিসে হাজির হন রিয়া চক্রবর্তী। রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌভিক চক্রবর্তী এবং প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীও হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।
এদিকে রিয়ার যখন জিজ্ঞাসাবাদ চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, সেই সময় তাঁর হয়ে ফের শীর্ষ আদালতের কাছে আবেদন জানান আইনজীবী সতীশ মানশিন্ডে। সুশান্ত মামলায় মিডিয়া তাঁকে দোষী সাব্যস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন রিয়া। পাশাপাশি বিহারের মুক্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিনেত্রীর পক্ষ থেকে।
সামনেই বিহারে নির্বাচন। ভোটের ফসল ঘরে তুলতেই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআরে মদত দিয়েছেন নীতিশ কুমার। বিহরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবেই সোমবার শীর্ষ আদালতের কাছে অভিযোগ করেন রিয়া চক্রবর্তী।
সূত্র:জিনিউজ
আমাদেরবাংলাদেশ/জিএস
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম