
আমাদেরবাংলাদেশ ডেস্ক: ৫ অক্টোবর শনিবার ছিলো মোর্ত্তজা ৩৬ পূর্ণ করে ৩৭-এ পা দিলেন। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের এক সম্ভ্রান্ত পরিবারে বাবা গোলাম মোর্ত্তজা ও হামিদা বেগম বলাকার কোল আলোকিত করে আসেন মাশরাফী বিন মোর্ত্তজা কৌশিক।
এদিকে জন্মদিনে দেশের ক্রিকেট ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নড়াইল এক্সপ্রেস। সতীর্থ থেকে শুরু করে অগ্রজরাও জানিয়েছে শুভেচ্ছা। মাশরাফীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও। দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস লেখা বুলবুল বলেন,মাশরাফী সবার জন্যই অনুপ্রেরণা।’
আজ শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বুলবুল লিখেন,প্রিয় মাশরাফীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! ক্রিকেটার হিসেবে তোমাকে বেড়ে উঠতে দেখাটা অসাধারণ। জীবনের সব বাধা তুমি যেভাবে জয় করেছ, তা সত্যিই সবার জন্য অনুপ্রেরণার। জীবনের পথচলায় তোমার আরো অনেক সাফল্যর কামনা করি!’
এদিকে গত ২০০১ সালে টেস্টের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটে মাশরাফীর। ২০০৯ পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন মোট ৩৬টি ম্যাচ। পেয়েছেন ৭৮টি উইকেট। একই বছর আন্তর্জাতিক ওয়ানডেতে পা রাখেন এই গতি তারকা।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ২১৭টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন ২৬৬টি উইকেট। ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মাশরাফীর সংগ্রহ ৫৪ ম্যাচে ৪২টি উইকেট।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম