আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।কুলাউড়া উপজেলার গৌড়করনে কুতবুল আউলিয়া শাহ সুফি সুফি আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (র.) এর ২১তম ও ছাহেবজাদা দরবেশ আলী (র.) ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১মার্চ) বিকেল থেকে পরদিন ফজর পর্যন্ত গৌড়করণ ছাতাপীর ছাহেব বাড়ী মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। আজিমুশ্বান জলসায় প্রধান অতিথির বয়ান পেশ করেন, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.)-র সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে ও মাওলানা সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বয়ান পেশ করেন,আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব এ.কে.এম মনোহর আলী,আল ইসলাহ ইসলামিক সেন্টার আমেরিকার অধ্যক্ষ মাওলানা আবু নছর মোঃ কুতুবুজ্জামান তফাদার, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রভাষক মাওলানা মোহাম্মদ ফরিদ, হযরত ছাতাপীর (র.)-র দৌহিত্র মুফতি নোমান আহমদ, মুন্সীগঞ্জ বিনোদপুর বাজার জামে মসজিদের খতিব ও ধর্মীয় টিভি আলোচক মাওলানা নুরুল ইসলাম তাওহিদ, মাওলানা মুহাম্মদ মাজহারুল ইসলাম আবরার কুমিল্লা, রবিরবাজার আলিম মাদরাসা প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন শিবলুসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ছাতাপীর (র.) এর মুরিদিন-মুহিব্বিন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম