নিজস্ব প্রতিবেদক।। ভারতে স্বর্ণ পাচারের সময় সীমান্তবর্তী সাদিপুর এলাকার ব্রিজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে ভারতে স্বর্ণ পাচারের সময় সীমান্তবর্তী সাদিপুর এলাকার ব্রিজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই (নিরস্ত্র) অমিত কুমার সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত্র ১২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভারতে স্বর্ণ পাচারের সময় সীমান্তবর্তী সাদিপুর এলাকার ব্রিজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকদের উপস্থিতিতে জব্দ করা হয়।
উক্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম স্যার এর নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু