বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত | আমাদেরবাংলাদেশ.কম
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

  • সর্বশেষ আপডেট বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

শার্শা প্রতিনিধি।। বেনাপোলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ২৬ শে জানুয়ারি সকাল ১১টায় কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকার প্রেসিডেন্ট এস এম  হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার (চলতি দায়িত্ব ) আবদুল হাকিম।
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার শাফায়েত হোসেন, বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া। সেমিনার অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশ কাস্টমসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কাস্টম কর্মকর্তাবৃন্দ।

আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম

শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved ©আমাদের বাংলাদেশ ডট কম
Developed By amaderbangladesh.com