নিজস্ব প্রতিবেদক।। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে,কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ ই জুলাই) ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জান এর সভাপতিত্বে বাজারের বটতলা নামক স্থানে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুর রহমান ও এস আই মোঃ শাহিনুর রহমান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন,মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন কেশবপুর-কে মাদকমুক্ত করার জন্য কেশবপুর আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স। মাদক একটি ভয়ংকর বস্তু যার সংস্পর্শে যেতেও নিষেধ করেন তিনি।
এসময় তিনি ইভটিজিং এর বিরুদ্ধে জনসচেতনা বাড়াতে যুবক ও তরুণদের তাগিদ দেন। তিনি আরোও বলেন কোনো স্কুল বা কলেজ পড়ুয়া ছাত্রকে ক্যারাম বোর্ড খেলতে দেওয়া যাবে না,যদি কোনো দোকানদার ছাত্রদের ক্যারামবোর্ড খেলতে দেয় তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া তিনি বাজার কমিটিকে আরও কঠোর হতে নির্দেশ দেন এবং রাতে পুরো বাজারে লাইটিং এর ব্যবস্থার মাধ্যমে নৈশ প্রহরীর কার্যক্রম পরিচালনা করতে বলেন।
উক্ত সভায় হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জান বলেন,মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। এসময় তিনি আরোও বলেন, আমার ইউনিয়ের সকলের প্রতি অনুরোধ রইল আপনারা মাদক বিক্রেতা ও সেবন কারীসহ সকল অপরাধীদের ব্যাপারে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন,৪ নং বিদ্যানন্দকাঠি ইউনিয়ন আওয়ামীলিগের সাবেক যুগ্ন আহ্বায়ক জি এম আলতাপ হোসেন,হাসানপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম ১১ নং হাসানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এস এম হেকমত আলী,পরিষদের সকল গ্রাম পুলিশ হাসানপুর ইউনিয়নের আনসার ভি ডি পির কমান্ডার মোঃ শরিফ হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ ইবাদুল হোসেনসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু