জাহেদ হাসান।। কক্সবাজার সদরের ঝিলংজার ইউনিয়নের বাংলাবাজারে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত ২১ জুলাই ৬নং ওয়ার্ডের পশ্চিম মুক্তারকুল মর্জিয়া আক্তারের বাড়ি থেকে নুরুল আমিনের বাড়ি পর্যন্ত গাইড ওয়াল ও রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সোলতান।
উদ্বোধনকালে চেয়ারম্যান টিপু সোলতান বলেন,ঝিলংজার বাংলাবাজার পশ্চিম মুক্তারকুল মরজিয়ার বাড়ি হতে নুরুল আমিন এর বাড়ি পর্যন্ত গাইড ওয়াল ও আরসিসি ঢালাই দ্বারা রাস্তা নির্মাণ করা হবে।২০২২-২০২৩ অর্থ বছরের এলজিএসপি -৩ এর অর্থায়নে দৈর্ঘ্য ৪০ মিঃ প্রস্থ ২.৪৫০ মিঃ নির্মিত রাস্তাটির ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ টাকা।আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঝিলংজা ইউনিয়ন পরিষদ।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪,৫,৬, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার খালেদা মেহেবুবা আক্তার সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু