নিজস্ব প্রতিবেদক।। জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চক্রের প্রধানসহ তিন সদস্য-কে আটক করেছে সিআইডি পুলিশ।
বৃহস্পতিবার (৩রা আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় সিআইড কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন যশোর জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন,গতকাল বুধবার বিকেলে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাদের-কে আটক করা হয়। আটকরা হলেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকার ফুল গাছিয়া গ্রামের ফখরুল ইসলাম,তার স্ত্রী সুমি ও রংপুর মিঠাপুকুর উপজেলার জুতবানা গ্রামের আলিফ মিয়া।
তিনি আরোও বলেন,যশোর কোতোয়ালি থানা এলাকার কাঠ ব্যবসায়ী আবুল হোসেনের ব্যবসার অনেকগুলি টাকা বাকি পড়ে আছে। টাকাগুলো আদায় করতে পারছিলেন না। পরে তিনি টেলিভিশনে বিজ্ঞাপন দেখেন জিনের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা হয়। টেলিভিশনের পর্দায় মোবাইল নম্বার পেয়ে আবুল হোসেন ফোন দিলে শুরু হয় জ্বীনের বাদশার প্রতারণা।
একে একে বিভিন্ন কায়দায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। প্রতিকার না পেয়ে ভুক্তভোগী আবুল হোসেন যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি সিআইডি পুলিশ তদন্তবার গ্রহণ করে। এরপর প্রযুক্তি ব্যবহার করে চক্রের সন্ধান পায়। পরে অভিযান পরিচালনা করে তাদের-কে আটক করা হয়েছে। তিনি আরও বলেন,ওই টাকা দিয়ে ফকরুল নিজ এলাকায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম