শার্শা প্রতিনিধি।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ নবী নেওয়াজ মুজিবুদৌলা সরদার কনক।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শার্শা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শন কালে তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ নবী নেওয়াজ মুজিবুদৌলা সরদার কনক।
তিনি শার্শা উপজেলার সকল দূর্গোৎসব পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।
এ সময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ নবী নেওয়াজ মুজিবুদৌলা সরদার কনক বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তিনি বলেন।
এসময় তাহার সাথে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মিন্নু, নাভারন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ নজিবুদ্দৌলা সরদার প্রদীপ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক মনিরুল হাসান সোনা, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, শার্শা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,খালেদ মাহমুদ রনজু, প্রভাষক আলাল উদ্দিন,আব্দুল আজিজ,সিদ্দিকুর রহমানসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম