আমাদেরবাংলাদেশ ডেস্ক: সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফরত তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান। বুধবার দুপুরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। পরে তিনি শহীদ স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট শহীদদের স্বরণে নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ সফরত তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান সাংবাদিকদের বলেন তুরুস্ক সবসময় বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সবসময় তুরুস্ক বাংলাদেশের পাশে থাকবে। তার সাথে এসময় তুরুস্কের তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম