নিজস্ব প্রতিবেদক ।। ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে ও সড়কের যানজটের সম্ভাবনা রয়েছে যেখানে সেখানে পুলিশের ড্রোন থাকবে। ড্রোনের মাধ্যমে পুলিশ ট্রাফিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার সময় বাইপাইলে সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান। এসময় তিনি বলেন,আজ থেকে শুরু হতে যাচ্ছে ঈদযাত্রা। ৬, ৭,৮ এপ্রিলে ব্যাপকভাবে ঘরমুখো মানুষদের দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমরা মনে করি,আমাদের রাস্তা প্রস্তুত আছে। নিরাপত্তার জন্য আমাদের সকল ব্যবস্থাও সার্বিক ভাবে নেওয়া হয়েছে।
এসময় অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ঈদযাত্রায় ডিএমপির ২২ নির্দেশনা,এছাড়া ঈদযাত্রা উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদযাত্রায় আপনার অনিরাপদ কোন পরিবহনে না উঠবেন। আমি বলবো আপনাদের জন্য আমারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হরেছি। এছাড়া তিনি আরও বলেন,গাবতলী থেকে বাইপাইল এছাড়া নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই সড়কের নির্মাণ কাজ চলছে।
উক্ত বিষয়ে তিনি আরও বলেন,ইতিমধ্যে কয়েক দফা সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের নির্মাণ কাজ চলমান থাকবে। তবে নির্মাণ কাজের ঈদের আগ পর্যন্ত তারা যে অবস্থায় রাখবে,সেটা যাতে ঈদ-যাত্রায় কোনো বাধা তৈরি না করে। এর মধ্যে তাদের অনেক কাজ হয়েছে। আবার অনেক কিছু অপসারণ হয়েছে। যেখানে কাজের জন্য,কনস্ট্রাকশানের জন্য ঘেরাও করা ছিলো,সে জায়গাগুলো অনেক পরিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন,ঈদ-যাত্রা হয়তো আজকে থেকেই শুরু হবে কিছু-টা। তবে কাল পরশু থেকে আরও বাড়বে। ৬,৭,৮ এপ্রিলের মধ্যে ঈদ-যাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষদের দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমরা মনে করি,আমাদের রাস্তা গুরো সম্পূর্ণ প্রস্তুত আছে। এছাড়া আমাদের নিরাপত্তা ব্যবস্থাও সার্বিক ভাবে নেওয়া হয়েছে। আমরা যারা সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি,বাংলাদেশ পুলিশ,হাইওয়ে পুলিশের মতো,প্রযুক্তি কিন্তু সব-সময় আমাদের সেবার মানকে উন্নত করে,দক্ষতাকে বৃদ্ধি করে।
এছাড়া ড্রোন ক্যামেরা,সিসিটিভি ক্যামেরা বিশেষ করে এবার আমরা ড্রোনের ব্যবহার করছি। এবং যে-খানে যে-খানে যানজট হতে পারে,সেই সব জায়গায় আমাদের ড্রোন থাকবে,ক্যামেরা থাকবে। এছাড়া ইতি মধ্যে ঈদকে কেন্দ্র করে মলম পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ পর্যন্ত প্রচুর অপরাধী-কে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পরিদর্শনে হাইওয়ে পুলিশ প্রধানের সাথে আরও উপস্থিত ছিলেন-হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান,অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-জামান,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ,সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তারসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম