আমাদেরবাংলাদেশ ডেস্ক : ইন্দোরে প্রথম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশকে ইনিংস পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে ভারত। হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারত ইনিংস ও ১৩০ রানের জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে।
সকালের ভেজা উইকেটের বাড়তি সুবিধা নিতে তৃতীয় দিনে আর ব্যাটিংয়েই নামেনি ভারত। তৃতীয় দিনে খেলা শুরুর আগে ভারত ৬ উইকেটে ৪’শ ৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভিরাট কোহলির দল।
তাতে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩’শ ৪৩ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারেনি বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেই অধিনায়ক মুমিনুল হকসহ টপঅর্ডারের চার ব্যাটসম্যান বিদায়। তাতে ইনিংস পরাজয়ের শংকা জেগে উঠে।
মাহমুদউলাহ, মেহেদী মিরাজ ও লিটন দাস আউট হলে পরাজয় এক রকম নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তবে মুশফিকুর রহিমের দৃঢ়তায় সফরকারীদের সংগ্রহ দু’শ পার হয়।
শেষ পর্যন্ত ধৈর্য্যরে বাধ ভেঙ্গে মুশফিক আউট হন ৬৪ রানে। রবিচন্দ্রন অশ্বীন আউট করেন মুশফিকুর রহিমকে। ইবাদত হোসেনকে ১ রানে থামলে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২১৩ রানে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ।
২২ নভেম্বর থেকে কলকাতায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচটি হবে দিন রাতের।