
ইবি প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের জেষ্ঠ্য অধ্যাপক ও শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ইয়াসিন আলীর প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইয়াসিন আলীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন সমূহ পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ আজ মঙ্গলবার বিকালে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
এর আগে প্রফেসর ইয়াসিন আলী গতকাল সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বশেমুরমেবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, অধ্যাপক ইয়াসিন আলী ১৯৬৫ সালে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে ১৯৯২ সালে যোগদান করেন ইবির বাংলা বিভাগে।
তিনি তাঁর দীর্ঘ অধ্যাপনা জীবনে বাংলা বিভাগসহ ইবির অন্তত দশটি বিভাগে ফোকলোরর, দর্শন ও মুসলিম দর্শন বিষয়ে পাঠদান করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ইবি ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালকের দ্বায়িত্ব পালন করেন।
আজাহার ইসলাম