আমাদেরবাংলাদেশ ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের মত ব্যাট করতে নেমেছে ভারতীয় ব্যাটমানরা।
ফ্লাডলাইটের কৃত্রিম আলো আর গোলাপি বলের চ্যালেঞ্জে খেলতে নেমে গতকাল ৪৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ব্যক্তিগত ১৪ রানের মাথায় আলআমিন হোসেনের বলে মেহেদী হাসান মিরাজের ব্রেক থ্রোতে আউট হন মায়াঙ্কা আগারওয়াল । গোলাপি বলের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়ে এবাদত হোসেনের বলে ৩৫ বলে ব্যক্তিগত ২১ রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন হার্ডহিটার রোহিত শর্মা।এরপর বিরাট কোহলি ও চেতশ্বর পূজারারা ৯৪ রানের জুটিতে আবার আঘাত হানে পেসার এবাদত হোসেন। সাদমান ইসলামের হাতে তালুবন্দি হয়ে চেতশ্বর পূজারা ব্যক্তিগত ৫৫ রানে ফেরেন সাজঘরে।
আজ দ্বিতীয় দিনের মত খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩২ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে ৮৯ রানে বিরাট কোহলি এবং ৫১ রানে আজিঙ্কা রাহানে ব্যাট করছে।