দ্রুতই শুরু হচ্ছে তিতুমীর কলেজের ড্রেনেজ সংস্কার: অধ্যক্ষ
- প্রকাশের সয়ম :
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
-
১০৫
বার দেখা হয়েছে

কলেজ প্রতিনিধি।। বর্ষাকালে সামান্য বৃষ্টি কিংবা ভারী বর্ষনে জলাবদ্ধতা ঢাকা শহরে নতুন কিছু নয়। তাই তার ব্যতিক্রম ঘটেনি সরকারি তিতুমীর কলেজেও বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে বসার স্থান গুলো সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়। এবং তাদের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটে।
তবে এই সমস্যার সমাধানে খুব দ্রুতই ড্রেনেজ সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন। তিনি বলেন, বর্ষা মৌসুমের আগের পুরোটা সময় জুড়ে আবর্জনায় ভরাট হয়ে যাওয়া বিভিন্ন জায়গা, সিগগির ড্রেনেজ লাইন পরিষ্কার করা হবে। যার ফলে বর্ষাকালীন সময়ে ভারি বৃষ্টিতেও কোনো পানি জমে থাকার সম্ভাবনা থাকবে না।
Please Share This Post in Your Social Media