ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি’ বিভাগের স্নাতকোত্তর ১৭-১৮ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন ভবনের মিলনায়তনে দুই পর্বে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.অরবিন্দ সাহা।
এছাড়াও অধ্যাপক ড.মিজানুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক শারমিন সুলতানা এবং প্রভাষক নাজমুল হুদাসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে সঞ্চালনা করেন তানিম হীরক।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবনে চলার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য দেন তাসফি আরা তুশি,বিপ্লব আইচ,খাদিজা আঞ্জুমান চৈতী,সুব্রত সাহা ও রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগের ডীন অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, ‘তোমরা তোমাদের দীর্ঘ পাঁচ বছরের শিক্ষাজীবন থেকে শিক্ষা নিয়ে প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে যোগ্যতম হিসেবে তুলে ধরবে। এছাড়াও নৈতিকতার দিক থেকে তোমরা সদা সৎ থেকে মাতৃত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখাবে বলে আশা করি।’
পরে দুপুর আড়াই টায় অনুষ্ঠানের ২য় পর্বে সাজিয়া আফরোজ শাম্মীর সঞ্চালনায় মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে বিভাগের সাবেক সভাপতি ও অনুষদীয় ডীনের নামকৃত ‘অধ্যাপক ড.শাফায়েত হোসেন’ শিক্ষাবৃত্তি এবং ক্রেস্ট প্রদান করা হয়।