আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ‘সিএফসি’ ও ‘ভিএক্স’র মধ্যে চলা উত্তেজনা ও সংঘাতের জেরে ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করা হয়েছে।
আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সমাবর্তনে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে অবরোধের ডাক দেয়া সিএফসি গ্রুপের নেতাকর্মীরা।
এর আগে রোববার সন্ধ্যায় নিজেদের গ্রুপের দুই নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সিএফসি গ্রুপ। তবে দুই নেতাকর্মীকে মারধরের ঘটনায় জড়িত দুই ছাত্রলীগের ভিএক্স গ্রুপের দুই নেতার বহিষ্কার ও মদদ দেয়ার অভিযোগে ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন তারা।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিএফসি গ্রুপের নেতা আল আমিন রিমন জানান, রাষ্ট্রপতির সম্মানে অবরোধ শিথিল করা হলেও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া দুই নেতাকর্মীকে মারধরের ঘটনায় জড়িতদের বহিষ্কার ও পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অবরোধের কারণে কয়েকটি বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সকাল থেকে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় রুটে শাটল ট্রেন চলাচল করছে। এছাড়া শিক্ষক বাসগুলোও নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল হাসান জানান, রোববার রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত করা হবে।