লোহাগাড়ায় বসতবাড়িতে আগুনঃ ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি
- প্রকাশের সয়ম :
শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
-
৭৪
বার দেখা হয়েছে

লোহাগাড়া (চট্রগ্রাম) সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উত্তর কলাউজান হিন্দু হাটের সেন পাড়ায় তিন বসতবাড়ি ও এক গোয়ালঘর আগুনে পুঁড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এঘটনায় সেন পাড়ার রাজ বিহারীর পুত্র তাপস দাশ, লাতু দাশ,ভান্ডা সেনের পুত্র শংকর সেন ও শ্যামল দাশের গোয়ালঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডে পরিবারগুলোর প্রায় ৬
লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শ্যামল দাশের গোয়াল ঘরে ধোঁয়া দিয়ে গরুকে ঘাস খাওয়ানোর সময় আগুনের সুত্রপাত হয়। আগুন ধরার সাথে সাথে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজনের আগুন আগুন চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকেরা জানান,হঠাৎ অগ্নিকাণ্ডের ফলে পরিবারের সদস্যরা কোন মালামাল রক্ষা করতে পারেনি। তবে গোয়াল ঘরে থাকা গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবর রহমান জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম দূর্ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শীত মৌসুমে প্রচন্ড শীত ও ঘন কুয়াশায় অগ্নিকান্ডে বসতবাড়ির আসবাবপত্র, কাপড়চোপড় সবকিছু হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সকল লোকজন।
আবা/রিফাত
Please Share This Post in Your Social Media