মৌলভীবাজারে আন্তর্জাতিক শানে মোস্তফা (সাঃ) মহা-সম্মেলন কাল
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
-
১০৬
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। হযরত শাহজালাল ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বর) কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শানে মোস্তফা (সাঃ) মহা-সম্মেলন। ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে সাজ সজ্জার কাজ সম্পন্ন হয়েছে।গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার প্রচারণা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
সকাল ১১ ঘটিকায় হযরত শাহ মোস্তফা মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে- খতমে কোরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, বিষয়ভিত্তিক বয়ান ও রাসুলের (সাঃ) জীবনি আলোচনা। সম্মেলনে যোগ দিতে মৌলভীবাজার এসে পৌঁছেছেন, লেবানন থেকে ড.শায়েখ রিয়াদ আল হাসান বাজু, সিরিয়া থেকে শায়েখ হামদি কানজু আল মাখজুমী। এছাড়া ভারতের প্রখ্যাত বুজুর্গ সাইয়্যিদ মোস্তাক আহমদ মাদানী, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ র সুযোগ্য উত্তরসূরী আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুছমুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী সহ দেশ-বিদেশের পীর-মাশায়ীখ,আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন । সম্মেলন সফল ও সার্থক করতে নেতৃবৃন্দ সবার সহযোগিতা কামনা করেন।
মৌলভীবাজার/রিফাত/আজিজুল
Please Share This Post in Your Social Media